“দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা”একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। যার আওতায় সর্ববৃহৎ আয়োজন যোগ্যতাভিত্তিক মেধাভিত্তিক মেধা মূল্যায়ন প্রকল্প । এই লক্ষ্যে এসোসিয়েশন বিগত ৩০ বছর যাবৎ স্কুল ও মাদ্রাসার ৩য়-১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধা মূল্যায়ন পরীক্ষা বাস্তবায়ন করে আসছে। রাজধানীর সুনামধন্য প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উক্ত মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে এবং চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ট্যালেন্টপুল ও জেনারেল ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলি
মহানগরের সকল স্কুল ও মাদ্রাসার ৩য়-১০ম শ্রেণির বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে ।
এসোসিয়েশন কার্যালয় ও ওয়েবসাইট, মনোনীত প্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাবে ।
রেজিস্ট্রেশন ফরম জমা দেওয়ার সময়সীমা ২৫ আগস্ট, ২০২৪ ইং হতে ১৫ অক্টবর, ২০২৪ ইং পর্যন্ত ।
পরীক্ষায় অংশগ্রহণকারীর সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ফরমের সাথে জমা দিতে হবে ।
মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফি: (৩য়-৬ষ্ঠ) শ্রেণি ২৫০/-, (৭ম-১০ম) শ্রেণি ৩০০/- ।
পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৮ অক্টোবর, ২০২৪ ইং। শুক্রবার সকাল ৯ টা থেকে ১১.৩০ টা ।
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৩ দিন পূর্বে এসোসিয়েশন কার্যালয়, মনোনীত প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও ওয়েবসাইটে লগইন এর মাধ্যমে প্রবেশপত্র গ্রহণ করতে হবে।
অনলাইনে রেজিস্ট্রেশনের নিয়মাবলী
☞প্রথম রেজিস্ট্রেশন বাটন ক্লিক করে রেজিস্ট্রেশন পেইজে প্রবেশ করুন ।
☞তারপর রেজিস্ট্রেশন ফরম টি সকল তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন ।
☞তারপর রেজিস্ট্রেশন প্রথম ধাপ সম্পূর্ণ লিখা উঠবে। সেখানে একটি ইউজার আইডি ও পিন কোড থাকবে, সেটি স্কীনশর্ট দিয়ে সংরক্ষণ করুন ।
☞রেজিস্ট্রেশন ফি প্রদান করুনঃ বিকাশ / নগদ / রকেট 01970-683621 (পারসোনাল) ।
☞পরবর্তীতে ফি প্রদান অপশনে ক্লিক করুন। সেখানে ইউজার আইডি, পিন কোড ও আপনার ট্রনজেকশন আইডি লিখে সাবমিট করুন ।
শিক্ষাবৃত্তি প্রদান সংক্রান্ত নিয়মাবলি
➱ট্যালেন্টপুল ও জেনারেল ক্যাটাগরিতে মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রদান করা হবে ।
➱মেধা মূল্যায়নের শিক্ষাবৃত্তি এককালীন প্রদান করা হবে ।
➱মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল এসোসিয়েশন কার্ধালয়, ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে ।
➱শিক্ষাবৃত্তি প্রপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও এককালীন বৃত্তি প্রদান করা হবে ।
শ্রেণিভিত্তিক এককালীন শিক্ষাবৃত্তির হার
তৃতীয়-ষষ্ঠ |
২৫০০ |
১৫০০ |
সপ্তম-দশম |
৩০০০ |
২০০০ |
সিলেবাস সংক্ষিপ্ত তথ্যাবলী
স্কুল |
তৃতীয়-নবম |
বাংলা |
ইংরেজি ১ম ও ২য় পত্র |
গণিত |
সাধারন বিজ্ঞান |
স্কুল |
দশম |
বাংলা |
ইংরেজি ১ম ও ২য় পত্র |
গণিত |
সাধারন জ্ঞান |
মাদ্রাসা |
তৃতীয়-দশম |
বাংলা |
ইংরেজি ১ম ও ২য় পত্র |
গণিত |
আরবি |
পরীক্ষার মানবণ্টন
বাংলা |
২০ |
- |
২০ |
ইংরেজী |
- |
৩০ |
৩০ |
গণিত |
- |
৩০ |
৩০ |
সাধারণ বিজ্ঞান/ জ্ঞান/ আরবি |
২০ |
- |
২০ |
মোট |
৪০ |
৬০ |
১০০ |