* ট্যালেন্টপুল ও জেনারেলে এ দুই গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।

 

* কোন প্রতিষ্ঠানের ১টি ক্লাস থেকে কমপক্ষে ২৫ জন ছাত্র –ছাত্রী অংশগ্রহন করলে মেধা তালিকায় স্থান দখলকারী ছাড়াও প্রতিষ্ঠান ভিত্তিক ১জনকে বিষেশ বৃত্তি প্রদান করা হবে।

* বৃত্তির টাকা এককালীন প্রদান করা হবে।

শ্রেণী

ট্যালেন্টপুল

জেনারেল

শ্রেণী

ট্যালেন্টপুল

জেনারেল

৪র্থ

১০০০

৮০০

৭ম

১৬০০

১১০০

৫ম

১২০০

৯০০

৮ম

১৮০০

১২০০

৬ষ্ঠ

১৪০০

১০০০

৯ম

২১০০

১৩০০

*স্কুলের ৪র্থ-৮ম শ্রেণীর ক্ষেত্রে বাংলা,ইংরেজী,গণিত ও সাধারণ বিজ্ঞান এ চার বিষয়ের উপর এবং ৯ম শ্রেণীর ক্ষেত্রে বাংলা,ইংরেজী,সাধারণ গণিত, সাধারণ জ্ঞান। মাদরাসার জন্য ৪র্থ-৯ম শ্রেণী পযর্ন্ত বাংলা,ইংরেজী,গণিত ও আরবীর উপর পরীক্ষা হবে।

*পরীক্ষার সময়-২.৩০ ঘন্টা।

*পরীক্ষা গ্রহন করা হবে সৃজনশীল ও বর্তমান সিলেবাসের আলোকে।

                             পরীক্ষার মান বন্টন

বিষয়

নৈব্যক্তিক

রচনামূলক

মোট

বাংলা

২৫

 

২৫

ইংরেজী

 

২৫

২৫

গণিত

 

৩০

৩০

সা:বিজ্ঞান/সা: জ্ঞান/আরবী

২০

 

২০

মোট

৪৫

৫৫

১০০