News | নিউজ
Loading...

মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৪ এর রেজিস্ট্রেশন কার্যক্রম এর শুভ উদ্বোধন
Card image

দি স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার মেধা মূল্যায়ন পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম এর শুভ উদ্বোধন ঢাকার সর্ববৃহৎ বেসরকারী সংস্থা দি স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা’র মেধা মূল্যায়ন পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২৬ আগস্ট সোমবার বিকাল ০৩.০০ টায় এসোসিয়েশন কার্যালয়ে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ফিতা কেটে মেধা মুল্যায়ন পরীক্ষার সিলেবাস ও রেজিস্ট্রেশন ফরম বিতরণের মাধ্যমে এ বছরের মেধা মূল্যায়ন পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। প্রতি বছরের ন্যায় এবারো সংস্থার সদস্য সচিবের সঞ্চালনায় এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মেধা মূল্যায়ন পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইন ও অফলাইন কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে সংস্থার সম্মানিত পরিচালক সালাউদ্দিন মাহমুদ বলেন, এ বছর ৩য়-১০ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা মেধা মূল্যায়ন পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারবে। দেশের সার্বিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে আমরা গত বছরের তুলনায় এ বছরে রেজিস্ট্রেশন ফি যথেষ্ট কমিয়ে এনেছি এবং শিক্ষাবৃত্তির পরিমান ও সংখ্যা উভয়ই বাড়িয়েছি। আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম ২৫ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। আমরা আশাকরি এ বছর সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীরা মেধা মূল্যায়ন পরীক্ষার রেজিস্ট্রেশন করবে এবং আমরা বিগত বছরের চেয়ে এ বছর সর্বাধিক মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করবো,ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আগামীদিনে তরুন প্রজন্ম দেশ ও আন্তর্জাতিক সকল সেক্টরে মেধার স্বাক্ষর রেখে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। উল্লেখ্য,দি স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকা শহরের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবৃত্তি ও সামাজিক কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে। যোগ্যতাভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান সংস্থাটির অন্যতম একটি প্রকল্প। এই প্রকল্পের অংশ হিসেবে ১৯৯৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অসংখ্য শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।