বর্ষপরিক্রমায় “দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা” ইতোমধ্যে তার বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়ন করে ৩০ তম বর্ষে পদার্পণ করেছে। শিক্ষার বিস্তার, বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলাসহ সকল ক্ষেত্রে আগামীর প্রজন্মের যোগ্যতা বিকাশে ওয়েলফেয়ার এসোসিয়েশন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের গঠনমূলক ভূমিকা ইতোমধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীমহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতার ভিত্তিতে এসোসিয়েশন সাফল্যের সাথে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।
এসোসিয়েশন ১৯৯৪ সালে শুধুমাত্র অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিল | পর্যায়ক্রমে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্জলীর পরামর্শের ভিত্তিতে এসোসিয়েশন বর্তমানে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে যাচ্ছে। প্রতি বছর সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কবি-সাহিত্যিক-লেখক, আইনজ্ঞ, অভিনেতা ও সমাজসেবীদের উদ্দীপনামূলক বক্তব্য তরুণ প্রজন্মকে জাতি গঠনে সচেতন করে গড়ে তোলার প্রেরণা দেয়।
সাহিত্য হল মানব জীবনের দর্পণ এবং সংস্কৃতি হল চলার পথ। এ বিষয় দু'টি বিষয়ে মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। যথোপযুক্ত ও আন্তরিক পরিচর্যার মাধ্যমে আমাদের সম্ভাবনাময় শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে সহযোগিতা করলে আগামীতে তাদের মাঝে তৈরি হবে উচুমানের সাহিত্য ও সংস্কৃতি কর্মী।
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে এসোসিয়েশন ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেশন, ডেন্টাল ও হেলথ চেকআপ প্রভূতি কার্যক্রম পরিচালনা করা হয়।
শিক্ষার্থীদের পড়ালেখায় একঘেয়েমি দূর করতে বিনোদন ও শরীর চর্চার লক্ষ্যে এসোসিয়েশন প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে আন্তঃস্কুল ক্রিকেট-ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে |
সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে মানুষের জীবন ধারা | সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন চাহিদা | ছাত্র কল্যাণমূলক প্রতিষ্ঠান “দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা” তাই বসে নেই।
মানব সম্পদ আমাদের দেশের জন্য এক বিরাট সম্পদ এ কথা অনস্বীকার্য। যথাযথ ও সময়োপযোগী প্রশিক্ষণের অভাবে তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না। এ অনিবার্য বাস্তবতাকে সামনে রেখে এসোসিয়েশন প্রত্যেক শিক্ষার্থী স্বীয় মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ কাজে লাগানোর মাধ্যমে সমাজ উপযোগী করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
Year | Class | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | |
2023 | 21 | 23 | 24 | 15 | 11 | 13 | 8 | |
2022 | 28 | 29 | 45 | 14 | 14 | 14 | ||
2019 | 36 | 52 | 37 | 23 | 21 | 12 | ||
2018 | 36 | 52 | 37 | 23 | 21 | 12 | ||
2017 | 41 | 69 | 37 | 25 | 16 | 16 | ||
2016 | 20 | 36 | 25 | 15 | 17 | 10 | ||
2015 | 67 | 32 | 27 | 20 | 16 | |||
2014 | 89 | 47 | 27 | 25 | 19 | |||
2013 | 74 | 43 | 26 | 21 | 20 | |||
2012 | 75 | 44 | 26 | 27 | 26 | |||
2011 | 74 | 57 | 37 | 34 | 30 | |||
2010 | 73 | 58 | 37 | 23 | 38 | |||
2009 | 58 | 44 | 31 | 52 | 32 | |||
2008 | 80 | 49 | 49 | 60 | 44 | |||
2007 | 161 | 126 | 101 | 149 | 66 | |||
2006 | 93 | 70 | 76 | 46 | ||||
2005 | 71 | 50 | 52 | 43 | ||||
2004 | 80 | 56 | 80 | 42 | ||||
2003 | 58 | 58 | 46 | 39 | ||||
2002 | 53 | 46 | 40 | 33 | ||||
2001 | 48 | 34 | 40 | 33 | ||||
1994-2000 | 67 | 147 | 172 | 102 | ||||
Total | 21 | 184 | 1013 | 1166 | 933 | 1019 | 701 | 0 |