Loading...

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা

বর্ষপরিক্রমায় “দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা” ইতোমধ্যে তার বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়ন করে ৩০ তম বর্ষে পদার্পণ করেছে। শিক্ষার বিস্তার, বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলাসহ সকল ক্ষেত্রে আগামীর প্রজন্মের যোগ্যতা বিকাশে ওয়েলফেয়ার এসোসিয়েশন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের গঠনমূলক ভূমিকা ইতোমধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীমহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতার ভিত্তিতে এসোসিয়েশন সাফল্যের সাথে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

এসোসিয়েশন ১৯৯৪ সালে শুধুমাত্র অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিল | পর্যায়ক্রমে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্জলীর পরামর্শের ভিত্তিতে এসোসিয়েশন বর্তমানে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে যাচ্ছে। প্রতি বছর সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কবি-সাহিত্যিক-লেখক, আইনজ্ঞ, অভিনেতা ও সমাজসেবীদের উদ্দীপনামূলক বক্তব্য তরুণ প্রজন্মকে জাতি গঠনে সচেতন করে গড়ে তোলার প্রেরণা দেয়।

সাহিত্য ও সংস্কৃতি প্রকল্প

সাহিত্য হল মানব জীবনের দর্পণ এবং সংস্কৃতি হল চলার পথ। এ বিষয় দু'টি বিষয়ে মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। যথোপযুক্ত ও আন্তরিক পরিচর্যার মাধ্যমে আমাদের সম্ভাবনাময় শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে সহযোগিতা করলে আগামীতে তাদের মাঝে তৈরি হবে উচুমানের সাহিত্য ও সংস্কৃতি কর্মী।

স্বাস্থ্য প্রকল্প

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে এসোসিয়েশন ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেশন, ডেন্টাল ও হেলথ চেকআপ প্রভূতি কার্যক্রম পরিচালনা করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা

শিক্ষার্থীদের পড়ালেখায় একঘেয়েমি দূর করতে বিনোদন ও শরীর চর্চার লক্ষ্যে এসোসিয়েশন প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে আন্তঃস্কুল ক্রিকেট-ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে |

তথ্য প্রযুক্তি প্রকল্প

সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে মানুষের জীবন ধারা | সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন চাহিদা | ছাত্র কল্যাণমূলক প্রতিষ্ঠান “দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা” তাই বসে নেই।

মানব সম্পদ উন্নয়ন প্রকল্প

মানব সম্পদ আমাদের দেশের জন্য এক বিরাট সম্পদ এ কথা অনস্বীকার্য। যথাযথ ও সময়োপযোগী প্রশিক্ষণের অভাবে তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না। এ অনিবার্য বাস্তবতাকে সামনে রেখে এসোসিয়েশন প্রত্যেক শিক্ষার্থী স্বীয় মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ কাজে লাগানোর মাধ্যমে সমাজ উপযোগী করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিগত সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পরিসংখ্যান

Year Class
3 4 5 6 7 8 9 10
2023 21 23 24 15 11 13 8
2022 28 29 45 14 14 14
2019 36 52 37 23 21 12
2018 36 52 37 23 21 12
2017 41 69 37 25 16 16
2016 20 36 25 15 17 10
2015 67 32 27 20 16
2014 89 47 27 25 19
2013 74 43 26 21 20
2012 75 44 26 27 26
2011 74 57 37 34 30
2010 73 58 37 23 38
2009 58 44 31 52 32
2008 80 49 49 60 44
2007 161 126 101 149 66
2006 93 70 76 46
2005 71 50 52 43
2004 80 56 80 42
2003 58 58 46 39
2002 53 46 40 33
2001 48 34 40 33
1994-2000 67 147 172 102